কম Inflation-এ অর্থনীতিকে Boost করতে RBI রেপো রেট 5.5% এবং CRR 3% করেছে। এর ফলে Market-এ Money Flow বাড়বে।

RBI রেট কমলো কেন?

রেপো রেট কমলে কী হয়?

RBI-এর থেকে নেওয়া Loan-এ Interest Rate কম হলে ব্যাংকগুলো Consumer-কে বেশি Loan দিয়ে অর্থনীতিতে Money Flow, Business ও Investment বাড়াতে পারে।

CRR কমলে কী হয়?

CRR কমলে ব্যাংকের হাতে বেশি টাকা থাকে, যেটা তারা Loan হিসেবে বাজারে ছাড়তে পারে ফলে Liquidity বাড়ে।

কাদের ক্ষেত্রে EMI কমতে পারে?

যাদের Home, Car, Personal Loan; Repo Rate-এর সঙ্গে যুক্ত, তাদের EMI দ্রুত কমতে পারে। নতুন Loan নেওয়ার এটি উপযুক্ত সময়।

FD-তে কী পরিবর্তন হবে?

RBI রেট কমালে Fixed Deposit-এ Interest Rate কমে যেতে পারে। যেমন, ICICI Bank-এর Interest Rate 6.8% থেকে কমে 3%-6.6% Range-এ এসেছে।

এখন কি করতে পারেন আপনি?

Low Interest-এ EMI সুবিধা নিতে পারেন বা Risk ও Return ব্যালান্স করে Mutual Fund, Bond-এর মতো বিকল্পে বিনিয়োগ করতে পারেন।

বিস্তারিত পড়ুন আমাদের সম্পূর্ণ ব্লগটি

Arrow