Stable Return-এর খোঁজে Investors

RBI Rate Cut-এর পরে অনেকেই খুঁজছেন এমন একটি বিকল্প, যেখানে ঝুঁকি কম কিন্তু Return নিশ্চিত। Fixed Deposit এখনো সেই ভরসার জায়গা।

ব্যাংক FD কীভাবে কাজ করে?

ব্যাংকে 7 দিন থেকে 10 বছর পর্যন্ত যেকোনো সময়ের জন্য টাকা রেখে নির্দিষ্ট সুদে লাভ পাওয়া যায়। সহজ Online Access এবং রয়েছে Senior Citizen-দের জন্য বাড়তি সুদের সুবিধা।

পোস্ট অফিস FD-এর বৈশিষ্ট্য

Govt. পরিচালিত এই Scheme-এ 1, 2, 3 ও 5 বছরের জন্য নির্ধারিত সুদে বিনিয়োগ করা যায়। TDS কাটে না এবং নিরাপত্তা 100%।

তুলনামূলক সুবিধা ও সীমাবদ্ধতা

ব্যাংক FD-তে Compound Interest ও Digital সুবিধা, কিন্তু Default হলে সীমিত নিরাপত্তা। পোস্ট অফিস FD পুরোপুরি সুরক্ষিত হলেও Online সুবিধা সীমিত এবং Compound Interest অনুপলব্ধ।

Rate Cut-এর পরে কোনটি লাভজনক?

Rate Cut-এর ফলে ব্যাংক FD-এর সুদ কমলেও, এই Quarter-এ পোস্ট অফিসের সুদ রয়েছে  অপরিবর্তিত।

আপনার জন্য কোনটি উপযুক্ত?

-  Security চাইলে – পোস্ট অফিস FD -  Flexibility ও High Return চাইলে ব্যাংক FD - Tax বাঁচাতে থাকছে দুটিতেই সুযোগ

আপনার বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে এখনই পড়ুন সম্পূর্ণ ব্লগটি!

Arrow