1) P/E Ratio: কোম্পানির মূল্য কতটা যুক্তিসঙ্গত?

Price-to-Earnings Ratio থেকে বুঝবেন, কোম্পানির আয় অনুযায়ী শেয়ারের দাম বেশি না কম। এটি Valuation বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ Index।

2) RoE: শেয়ারহোল্ডারদের টাকায় কতটা Profit?

Return on Equity (RoE) দেখায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের Invesment থেকে কতটা Efficiently লাভ করছে।

 3) P/B Ratio: শেয়ারের দাম কি Book Value-এর তুলনায় বেশি?

Price-to-Book Ratio বোঝায় শেয়ারটি Undervalued না Overvalued। এটি Asset-এর ভিত্তিতে কোম্পানির সঠিক দাম বোঝাতে সাহায্য করে।

4) Dividend Yield: Passive Income খুঁজছেন? 

Dividend Yield জানায় আপনি শেয়ার ধরে রাখলে বছরে কত শতাংশ আয় পাবেন। Long-term Investors-এর জন্য এটি গুরুত্বপূর্ণ।

5) D/E Ratio: ঋণ কতটা ঝুঁকিপূর্ণ?

Debt-to-Equity Ratio থেকে বোঝা যায় কোম্পানির ঋণ নির্ভরতা কতটা। High D/E মানেই বেশি ঝুঁকি!

Financial Ratio দেখেই কি সিদ্ধান্ত?

না! শুধুমাত্র Ratio নয়—Industry Comparison, Result Update, Management Quality-ও Investment Decision-এ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

 বাকি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানতে পপড়ুন বা শুনুন পুরো Blog-টি।

Arrow