Compounding কী ও কেন গুরুত্বপূর্ণ?
Compounding মানে আপনার আয় থেকে আয় হওয়া। সুদের উপর আবার সুদ পাওয়াই এর আসল লক্ষ্য। সময় যত যাবে, Return তত বাড়বে।
Simple Interest vs Compound Interest
সরল সুদে শুধু মূল টাকার উপর লাভ হয়। কিন্তু চক্রবৃদ্ধি সুদে Capital-সহ আগের সুদের উপরও সুদ পাওয়া যায়—ফলে লাভও হয় অনেক বেশি।
Compounding-এর মূল Driving Force – সময়
যত বেশি সময় আপনি অর্থ Invest করে রাখবেন, Compounding তত Strongly কাজ করবে। Early Start মানেই বড় Return-এর সুযোগ।
অল্প টাকায়, বড় Fund – SIP দিয়ে সম্ভব
প্রতি মাসে SIP-এর মাধ্যমে অল্প পরিমাণে বিনিয়োগ করেও 10–15 বছরে লক্ষাধিক টাকা গড়ে তোলা সম্ভব।
Compounding বাড়ানোর 5টি কার্যকর টিপস
- আগে শুরু করুন - নিয়মিত Invest করুন - Withdrawal এড়ান - প্রতি বছর Amount বাড়ান - Long-Term Vision রাখুন
কোথায় কোথায় Compounding কাজ করে?
FD, RD, PPF, EPF, SIP এমনকি Long-Term Stocks—সর্বত্রই সুদের উপর সুদ পাওয়ার সুবিধা রয়েছে।
Compounding সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখনই পড়ুন পুরো Blog
Arrow
READ NOW
Learn more