এখন Lot Size ছোটো, কিন্তু সুযোগ বড়!

আগে যেখানে একসাথে বড় লটে শেয়ার কিনতে হতো, এখন সেই Lot Size কমানো হয়েছে। ফলে অল্প বিনিয়োগেও F&O ট্রেডিং সম্ভব।

Nifty ও Bank Nifty-তে বড় পরিবর্তন

Nifty 50-এর Lot কমে 75 থেকে 65, আর Bank Nifty-র Lot 35 থেকে 30 করা হয়েছে—ফলে Entry Cost এখন অনেক কম!

ট্রেডিং এখন আরও Affordable

আগে Nifty F&O ট্রেডে লাগত 18.75 লক্ষ টাকা, এখন যা 16.25 লক্ষ টাকায় সম্ভব! অতএব প্রায় 2.5 লক্ষ টাকার Savings।

নতুন ও স্বল্প বিনিয়োগকারীদের জন্য সুখবর

কম Lot মানে– কম পুঁজি, কম ঝুঁকি — তাই এখন সাধারণ বিনিয়োগকারীরাও অংশ নিতে পারবেন F&O মার্কেটে।

টাইমলাইন সম্পর্কে জানুন

28 অক্টোবর 2025 থেকে নতুন নিয়ম কার্যকর হবে। পুরনো কনট্র্যাক্ট শেষ হবে ডিসেম্বরের শেষে।

বাজারকে সবার জন্য Affordable করা

Lot ছোট করার মাধ্যমে NSE চায় আরও বেশি মানুষ Participate করুক — যেন বাজার হয় আরও Active, Fair ও Efficient।

NSE-র এই পরিবর্তনের সব তথ্য, তার প্রভাব ও টিপস জানতে পড়ুন বা শুনে নিন পুরো ব্লগটি —

Arrow