কী এই Muhurat Trading?
স্টক মার্কেটের দীপাবলি উদযাপন! এক ঘণ্টার এই শুভক্ষণে —- বিনিয়োগ যেন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে নতুন আর্থিক বছরের সূচনা।
2025 সালের Muhurat Trading-এর সময়সূচি
এবার সময় বদলেছে! সন্ধ্যা নয়, ট্রেডিং হবে দুপুরে। 21 অক্টোবর 2025 মূল সেশন: 1:45 PM – 2:45 PM
ঐতিহ্য থেকে আধুনিক বাজারের উদযাপন
প্রাচীন ‘চোপড়া পূজন’ থেকে আজকের NSE-BSE-এর ট্রেডিং সেশন— ঐতিহ্য আর প্রযুক্তির মিলনে তৈরি হয়েছে এই অনন্য অর্থনৈতিক উৎসব।
Nifty-র ইতিহাস: লাভের ধারাবাহিকতা
গত 11 বছরে 9 বার Bullish Trend-এ শেষ হয়েছে Nifty 50! বেশিরভাগ বছরে মাত্র এক ঘণ্টার ট্রেডিংয়ে গড়ে
প্রায় 0.4% Gain হয়েছে!
যে সেক্টরগুলো দীপাবলিতে জনপ্রিয় হয়
Banking, FMCG, Jewellery ও Auto সেক্টর — প্রতি বছরই Muhurat Trading-এ এই সেক্টরগুলো বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে।
Samvat 2082: নতুন আশার বছর
GST 2.0, Policy Support ও DII Strength — সব মিলিয়ে নতুন আর্থিক বছর বিনিয়োগকারীদের জন্য হতে চলেছে এক আশাব্যঞ্জক অধ্যায়।
বিস্তারিত জানতে এখনই পড়ুন বা শুনে নিন “Muhurat Trading 2025”-এর সম্পূর্ণ ব্লগটি
Arrow
READ NOW
Learn more