এখন আপনার পুজোর চাঁদার 200 টাকা হয়ে ওঠে 600 টাকা
পুজোর চাঁদা বা খরচ তৈরি করছে Multiplier Effect— এর ফলে একটি Ripple Chain-এর মাধ্যমে অর্থনীতি বাড়ছে তিনগুণ।
পুজোর আসল Hero কারা?
শিল্পী, সাজসজ্জার কর্মী ও হাজারো Seasonal Workers—যারা পুজোতেই উপার্জন করেন বার্ষিক আয়ের 60–70%।
Shopping List = Economic Power
গড়পড়তা পরিবার দুর্গাপুজোয় প্রায় 30,000 টাকার মতো খরচ করে। 8 কোটি পরিবার মিলিয়ে তা 2.64 লাখ কোটি টাকায় পৌঁছায়।
ভারতের Fastival GDP
শুধু বাংলার দুর্গাপূজোতেই 50,000 কোটি টাকার অর্থনীতি গড়ে ওঠে। তার সঙ্গে নবরাত্রি ও গণেশ চতুর্থী যোগ করলে মোট ছুঁয়ে ফেলে প্রায় 6 লাখ কোটি টাকা!
ঐতিহাসিক Digital Transaction
নবরাত্রির প্রথম দুই দিনেই 11.31 লক্ষ কোটি টাকার UPI লেনদেন— এটি এখনো পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় Digital Fastive Boom।
বিশ্বব্যাপী উদযাপন
কলকাতা থেকে নিউ ইয়র্ক—বিদেশে কয়েকশোর বেশি দুর্গাপুজো ভারতীয় অর্থনীতিতে হাজার কোটি টাকার যোগ করছে।
আরও বিস্তারিত জানতে পড়ুন বা শুনে নিন সম্পূর্ণ ব্লগটি।
Arrow
READ NOW
Learn more