নিজের লক্ষ্য নির্ধারণ করুন, তারপর বিনিয়োগ করুন

কেন বিনিয়োগ করছেন—Retirement? সন্তানের পড়াশুনোর Fees? বাড়ি? লক্ষ্য স্পষ্ট হলে বিনিয়োগের পথও হয় স্বচ্ছ।

নিরাপত্তা নয়, ভবিষ্যতের মূল্য ধরে রাখুন

Fixed Deposit শুধু নিরাপদ নয়—অর্থের মূল্যও কমিয়ে দেয়। তাই ভেবে দেখুন Growth & Value-এর দিক থেকেও।

ঝুঁকি নিন, কিন্তু Data Analysis-এর ভিত্তিতে

High Return চাইলে Risk নিতে হবে, তবে তা হোক Balanced Portfolio ও তথ্যভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে।

Invest করুন, কিন্তু জুয়ার মতো নয়

Market Speculation বা Hype নয়—Fundamental দেখে বিনিয়োগ করুন। না হলে লাভের বদলে ক্ষতির সম্ভাবনাই বেশি।

বাজার নয়, পরিকল্পনার প্রতি দৃঢ় থাকুন

Market নামলে ভয় নয়, SIP-এর মতো পরিকল্পিত Step নিন—তবেই Long-term সফলতা নিশ্চিত।

আজ থেকেই শুরু করুন, কাল নয়

Compounding-এর Benefit কাজে লাগাতে আজ থেকেই শুরু করুন— যদি Investment-এর পরিমাণ অল্পও হয় তবুও দেরি নয়।

বিস্তারিত জানতে পড়ুন বা শুনে নিন আমাদের পুরো Blog-টি

Arrow