Hedging ঝুঁকি কমায়, Speculation লাভের সুযোগ নেয়, আর Arbitrage দুই দামের পার্থক্য থেকে তৈরি করে Risk-free Profit।
Options Trading — অধিকার, কিন্তু বাধ্যবাধকতা নয়
Call Option-এ দাম বাড়লে লাভ হয়, Put Option-এ দাম কমলে Protection পাওয়া যায়। দুটি Options-এই Premium দিয়ে কেনা হয় Strike Price-এ Trade-এর অধিকার।
Futures Trading — নির্দিষ্ট দাম, নির্দিষ্ট তারিখ
Buyer–Seller দু’জনই Contract পূরণ করতে বাধ্য থাকেন। Margin দিয়ে বড় পজিশন নেওয়া যায়, তবে লাভ-ক্ষতির ওঠানামা হয় দ্রুত।
Forward Contract — পুরোপুরি Customized
Exporter–Importer বা বড় Institution-রা ভবিষ্যতের দাম ঠিক রাখতে Forward ব্যবহার করেন। OTC বাজারে ট্রেড হওয়ায় এখানে Clearing Corporation থাকে না ফলে Risk তুলনামূলক বেশি।
Derivative, Risk Management ও Market Strategy-এর বিষয়—সবকিছু বিস্তারিত জানতে এখনই পড়ুন শুনে নিন সম্পূর্ণ ব্লগটি।