শেয়ার মার্কেট এমন এক জায়গা যেখানে বিনিয়োগ করে প্রচুর অর্থ উপার্জনের প্রলোভন রয়েছে, (খুব বেশি) তবে এর পাশাপাশি যে বিষয়টি চট করে সামনে আসে না সেটা হল এখানকার Risk Factors। যদি কেউ ঠিকমতো না জেনে এখানে বিনিয়োগ করেন তবে এখানে ক্ষতির সম্ভাবনা রয়েছে অনেকখানি। তাই এখানে বিনিয়োগ করে যেতেই পারে তবে তার আগে শেয়ার মার্কেট সম্পর্কে ভালো করে জানতে হবে। (এবং একসাথে) তার সঙ্গে জানতে হবে কিভাবে এখানে সঠিকভাবে বিনিয়োগ করে নিয়মিত উপার্জন করা সম্ভব।
প্রথমেই নিজে শিখুন
এছাড়াও শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে আপনাদের শেয়ার মার্কেটের কিছু Terms জেনে নেওয়া জরুরী যেমন- NSE and BSE, Primary Share, Secondary Share, IPO, Mutual Fund, Bonds ইত্যাদি। এছাড়া রয়েছে এখানকার Technical ও Fundamental Analysis এবং নানান সময়ে Market -এ টিকে থাকার জন্য বিভিন্ন Trading Strategies। শেয়ার মার্কেটে Invest করার আগে এসবই আপনাদের কিছুটা করে শেখে রাখা উচিত।
শেয়ার মার্কেটে বিনিয়োগ করার প্রথম ধাপ
ছোট্টো একটা পরামর্শ
সেজন্যেই শেয়ার মার্কেটে কেউ যদি Invest করতে চান (সেক্ষেত্রে আমাদের Advice হবে যে) শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে প্রথমেই ভালোভাবে শেয়ার মার্কেটের খুঁটিনাটি দিকগুলি শিখে নেওয়া দরকার। ( এছাড়া রয়েছে) Short Selling, Trading Strategies, Candlesticks Pattern এর বাইরেও রয়েছে আরো অনেক ছোটখাটো বিষয় যেগুলি ভালো করে জেনে নিয়ে (একমাত্র) তবেই (তার পরই) শেয়ার মার্কেটে নিজে থেকে বিনিয়োগ করা উচিত। এই সম্বন্ধে আরও জানতে Quora -তে Invesmate-এর Page-টি অবশ্যই Follow করুন। Upvote, Comment এবং Share করুন যাতে নতুন যারা Share Market সম্পর্কে শিখতে আগ্রহী আমরা তাদের কাছেও পৌঁছে তাদের সাহায্য করতে পারি।
এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। একে কোনোভাবেই Investment Advice বা Recommendation হিসেবে গণ্য করা উচিত নয়। আমরা একটি SEBI-registered Organization, এবং আমাদের মূল লক্ষ্য হলো বিনিয়োগ সম্পর্কিত Concepts-এর সাধারণ জ্ঞান ও বোঝাপড়া বৃদ্ধি করা।
প্রত্যেক পাঠক/দর্শককে অনুরোধ করা হচ্ছে, যেকোনো Investment Decision নেওয়ার আগে নিজস্ব Research এবং Analysis করুন। Investment সর্বদা হওয়া উচিত ব্যক্তিগত Conviction-এর ভিত্তিতে, অন্যের মতামত থেকে নয়। অতএব, প্রদত্ত তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া কোনো ধরনের Investment Decision-এর জন্য আমরা কোনোভাবেই Liability বা Responsibility গ্রহণ করি না।
Leave a Reply