2025 Budget এর সরল বিবরণ

এইবার Budget- মধ্যবিত্তের লক্ষীলাভ হয়েছে। এখন পর্যন্ত, আপনি হয়তো বড় খবরটি শুনেছেন। FY26 থেকে, New Tax Regime- অধীনে যদি আপনার Income ₹12 Lakhs পর্যন্ত হয়, তাহলে আপনাকে কোনো Tax দিতে হবে না। এখন পর্যন্ত, এই Threshold ছিল ₹7 Lakhs

 কী পরিবর্তন হয়েছে বুঝতে, চলুন দেখে নেওয়া যাক বর্তমান Tax Slabs.

Tax Slab অনুযায়ী ₹12 Lakhs পর্যন্ত Income-এর জন্য 10% Tax দেখানো হয়েছে। কিন্তু এখানেই Section 87A-এর Rebate বিষয়টি আসে। এই Rebate-এর মাধ্যমে নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে আপনি Tax- ছাড় পেতে পারেন।

ধরুন, আপনি একজন Salaried Employee এবং আপনার Taxable Income ₹12.75 Lakhs Standard Deduction হিসাবে ₹75,000 বাদ দেওয়ার পর (যা Salaried Employees এবং Pensioners- দের জন্য নির্ধারিত), আপনার Tax দাঁড়াবে ₹60,000 (এখানে Cess ধরা হয়নি) যেহেতু আপনার Taxable Income ₹12 lakh-এর সীমা পার করছে না, আপনি Rebate পাবেন এবং পুরো Tax বাঁচবেঅর্থাৎ আপনাকে কিছুই দিতে হবে না।

কিন্তু ধরুন, আপনি বাড়ি ভাড়া দিয়ে ₹1 lakh আয় করলেন। তাহলে আপনার Taxable Income ₹13 lakhs হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে আপনি Rebate পাবেন না। তাছাড়া, যদি আপনার Income শুধুমাত্র Capital Gains (যেমন Stock market বা Real Estate) থেকে আসে, তবে এটি আলাদা বিশেষ হারে করযোগ্য হবে, এমনকি ₹12 Lakh-এর সীমা পার না করলেও। তাই এখানে Rebate প্রযোজ্য হবে না।

আর যদি আপনি এখনও পুরনো Tax Regime- থাকেন, তাহলে আপনার জন্য কিছু পরিবর্তন নেই। তবে একটা নতুন সংযোজন হয়েছে—NPS (National Pension Scheme) Vatsalya Scheme-এর অধীনে, যেখানে অভিভাবকরা Minors-এর জন্য NPS Account খুলতে পারেন। এটি এখন ₹50,000 পর্যন্ত Tax Deduction-এর সুবিধা দেবে, ঠিক সাধারণ NPS-এর মতোই। 

আরেকটি ভালো খবর হলো, TDS (Tax Deducted at Source)-এর সীমা বাড়ানো হয়েছে।

এখন, যদি Senior Citizens Bank Deposits বা Other Sources থেকে Interest Income পান, তবে ₹1 Lakh পর্যন্ত তাদের TDS কাটবে না। আগে এই সীমা ছিল ₹50,000 তাই যদি আপনার বাবামা TDS-এর কারণে Bank Interest নিয়ে অভিযোগ করে থাকেন, তাহলে এবার কিছুটা স্বস্তি পাবেন।

একই নিয়ম Rental Income-এর ক্ষেত্রেও প্রযোজ্য। TDS-এর সীমা ₹2.4 Lakhs থেকে ₹6 Lakhs- বাড়ানো হয়েছে, ফলে Landlords-এর জন্য এটি সুবিধাজনক হবে।

এবার আসা যাক Indirect Tax-র দিকে :

  • ‘Make in India’ প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু Duty তে Reduction Exemption দেওয়া হয়েছে। যেমন, Lithium-ion Batteries, Lead, Zinc এবং আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ Mineral আমদানির ওপর Basic Customs Duty Exempt করা হয়েছে, যাতে দেশীয় উৎপাদন বাড়ানো যায়। 
  • EV Battery এবং Mobile Phone Battery Manufacturing-এর জন্য বেশ কিছু Capital Goods-এর ওপর Customs Duty তুলে নেওয়া হয়েছে।
  • ক্যান্সার এবং বিরল রোগের ওষুধও এখন Customs Duty থেকে ছাড় পাচ্ছে।

সরকার এইসব কর ছাড়ের ফলে ₹1 Lakh Crore Direct Tax এবং ₹2,600 crores Indirect Tax হারাবে। তবে একটি মজার ব্যাপার হলো, এত কর ছাড়ের পরেও অর্থমন্ত্রী বলেছেন যে, FY26- Fiscal Deficit (সরকারের আয় ব্যয়ের পার্থক্য) বর্তমান 4.8% থেকে 4.4%- নেমে আসবে। তাহলে সরকার কীভাবে এত Tax Revenue ছাড় দিয়েও Budget সামলাবে?

উত্তরটা Budget- Detail বিশ্লেষণে লুকিয়ে আছে। সরকার Non-Tax Revenue- ওপর বেশি ভরসা রাখছে। সরকার আশা করছে যে আগামী বছরে এগুলো থেকে 10% বেশি আয় হবে। এছাড়া, Direct Tax-র মোট Revenue 11% বাড়বে বলে অনুমান করা হয়েছে।

কিন্তু Direct ও Indirect Tax কমানো হয়েছে, তবুও Tax Revenue কীভাবে বাড়বে?

  • একটা উপায় হতে পারে, সরাসরি কর কমানোর ফলে মানুষের হাতে বেশি টাকা থাকবে। বেশি টাকা মানে শুধু বেশি Savings নয়, বেশি খরচও। আর খরচ বাড়লে GST সংগ্রহও বাড়বে।
  • এছাড়া, এই বাজেটে কোম্পানিগুলোর জন্য তেমন কোনো কর ছাড় দেওয়া হয়নি। ফলে, যদি Business গুলি বেশি বিক্রি করে এবং লাভ বাড়ায়, তবে তারা বেশি Corporate Tax দেবে। সরকার আশা করছে FY26- ₹10.8 Lakh Crores Corporate Tax সংগ্রহ হবে, যা FY25-এর তুলনায় 10% বেশি।
  • তারপর আছে Gold এবং Silver গত বছর যেখানে Gold Import Duty 15% থেকে 6%- কমানো হয়েছিল, এবার কোনো Further Cut হয়নি। কিছু Analyst আশা করছিলেন এটি 3%- নামবে, কিন্তু তা হয়নি। বরং, Demand বাড়ার কারণে এবং Gold Smuggling কমলে, এই খাত থেকেও Tax Revenue বাড়তে পারে।

সুতরাং, এভাবেই সরকার Budget- হিসাব মেলাচ্ছে।

এখন, Budget-র অন্যান্য গুরুত্বপূর্ণ Sector-র দিকে নজর দেওয়া যাক:

প্রথমত, Insurance- Foreign Direct Investment (FDI) 74% থেকে 100%- বেড়েছে। তবে শর্ত হলো, এই কোম্পানিগুলোকে সম্পূর্ণ Premium India তেই বিনিয়োগ করতে হবে। এর ফলে Foreign Investment বাড়বে।

পরমাণু শক্তি খাতে বড় বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে ভারতের বিদ্যুৎ উৎপাদনের 5% এরও কম আসে পারমাণবিক শক্তি থেকে। FY26-এর বাজেটে ₹20,000 Crore বরাদ্দ করা হয়েছে Small Modular Reactors (SMRs) তৈরির জন্য, যার লক্ষ্য 2047 সালের মধ্যে 100 GW পারমাণবিক শক্তি উৎপাদন।

The Ideal factors

  • Gig Economy-তে কর্মরত মানুষদের অবশেষে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এখন তারা Identity Card এবং Jan Arogya স্বাস্থ্য বিমা পাবেন। এইটা হলো একটা বড় জয় সেই Workforce-এর জন্য। এই পদক্ষেপটি ভালো সুবিধা, Skill Development এবং Online Platforms গুলোর জন্য নতুন Standard গড়ার সুযোগ এনে দিতে পারে।
  • Toy Industry কে চীনা আমদানির ওপর নির্ভরতা কমানোর জন্য বিশেষ Incentive দেওয়া হচ্ছে। এছাড়া, Footwear এবং Leather শিল্পের Productivity বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • আর National Geospatial Mission-ও ভুলে যাওয়া উচিত নয়, যা Urban Planning এবং Land Record আধুনিকীকরণের উদ্দেশ্যে কাজ করছে।

এবার Macro Picture-এর দিকে তাকানো যাক:

  • সরকার অর্থনৈতিক Growth কে গুরুত্ব দিচ্ছে, কিন্তু Fiscal Discipline বজায় রাখছে। যেমন, FY26-এর জন্য Fiscal Deficit কমিয়ে 4.4% করা হয়েছে। এছাড়া, ভারতের Debt-to-GDP Ratio FY25-এর 57% থেকে 47%-52%- নামানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
  • Infrastructure খাতে FY26-এর মূলধনী ব্যয় (Capital Expenditure) ₹11.2 Lakh Crores করা হয়েছে, যা FY25-এর ₹11.1 Lakh Crores-এর থেকে সামান্য বেশি। তবে সরকার আশা করছে, Private Sector- Investments এই ঘাটতি পূরণ করবে। 
  • এছাড়াও, ₹1.5 লক্ষ কোটি টাকার একটি 50 বছরের Interest-Free Loan Scheme রাজ্যগুলিকে তাদের নিজস্ব Infrastructure প্রকল্পগুলির জন্য Fund করতে সহায়তা করবে।

তবে খরচ কমানোর প্রসঙ্গে, পরিবর্তনগুলির মধ্যে একটি হল UDAN Scheme (Ude Desh ka Aam Nagrik অর্থাৎ প্রত্যেক সাধারণ নাগরিক উড়তে পারবেন) –এর Modification, যা Regional Air যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে তৈরী। 

2016 সালে চালু হওয়া এই Scheme-টি মূলত 10 বছরের জন্য নির্ধারিত ছিল। তবে, প্রকল্পটির সময়সীমা বাড়ানোর ফলে এর বরাদ্দ ₹800 কোটি থেকে কমিয়ে ₹540 কোটি করা হয়েছে (FY25)- এ।

Bihar-র Situation কী?

Finance Minister তার Budget Speech- Bihar-কে কতবার Mention করেছেন, সেটা নিয়ে Memes নিশ্চয়ই দেখেছেন।

এইবার, Bihar State কিন্তু বেশ ভালোই Attention পেয়েছে:

  • প্রথমেই আছে Makhana Board, যা Makhana-এর Production এবং Marketing- সাহায্য করবে। India- 85%-90% Makhana Bihar Produce করে, কিন্তু Farmers-রা Outdated Method এবং Low Price-এর কারণে সমস্যায় পড়ছেন। এই Initiative সেটা বদলাতে পারে।
  • তারপর আছে Western Kosi Canal Project, যা 50,000 Hectares Farmland- Irrigation সুবিধা দেবে। এটা Agriculture-এর জন্য বড় একটা Plus Point
  • IIT Patna- Expansion পাচ্ছে, Education Infrastructure আরও উন্নত করার জন্য।

Bihar রাজ্য যা অনেকদিন ধরেই Underdevelopment এবং High Migration-এর সমস্যায় ভুগছে, Budget 2025-এর অন্যতম বড় Beneficiary হতে চলেছে।

তবে শুধু Bihar নয়, Northeast- কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা পেয়েছে। Assam- তৈরি হচ্ছে নতুন Urea Plant, যা বছরে 12.7 Lakh Metric Tonnes Production করবে।

Conclusion

Union Budget 2025 প্রত্যাশার চেয়ে অনেক বেশি Diversified Impact ফেলেছে। তবে শেষ কথা হলো, এই ঘোষণাগুলো বাস্তবে কীভাবে কার্যকর হয়, সেটাই হবে আসল পরীক্ষা।

FAQs

FY26 থেকে, ₹12 Lakhs পর্যন্ত আয় হলে কোনো Tax দিতে হবে না, কারণ Tax Rebate-এর সুবিধা দেওয়া হয়েছে।

Senior Citizens এবং Landlords দের জন্য TDS Limit বাড়িয়ে, ₹1 Lakh এবং ₹6 Lakhs পর্যন্ত আয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

Bihar- Makhana Board প্রতিষ্ঠা, Western Kosi Canal Project, এবং IIT Patna- Expansion সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে।

Arunava Chatterjee
Founder of INVESMATE. I am a Certified Research Analyst, Value & Growth Investor, Trainer and Tech Entrepreneur. With 15 years of capital market experience, I have trained 10000+ students on INVESMATE. I have created several YouTube videos, mostly related to in-depth fundamental analysis.



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Your submission was successful
become a PRO in the Stock Market
JOIN OUR FREE DEMO CLASS NOW!
Kickstart Your Stock Market Career under experienced NISM professionals with INVESMATE